ছেলে হারানোর শোক কাটিয়ে অঠার আগেই হাতির হানায় নষ্ট ফসল। বন বিভাগের বিরুদ্ধে চরম উদাসীনতার অভিযোগ মৃত মাধ্যমিক পরীক্ষার্থী অরজুন দাসের পরিবারের। বনবিভাগকে ডাকা হলেও তারা আসেনি বলে অভিযোগ ক্ষতিগ্রস্ত পরিবারের। কৃষকদের অভিযোগ গত দু’দিন ধরে জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর সংলগ্ন মহারাজ ঘাট এলাকায় হাতির হানা লেগেই রয়েছে। এর ফলে বিঘা বিঘা সবজি চাষের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয় ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা বলে দাবি কৃষকদের।
সূত্র- ই টিভি ভারত
ছেলে হারানোর পর হাতির হানায় নষ্ট ফসল, কাঠগড়ায় বন বিভাগ

মতামত দিন