কৃষকরা জমির ন্যায্য ক্ষতিপূরণ চাইলেন পাঞ্জাবে

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

কৃষক এবং জেলা সড়ক সংগ্রাম কমিটির সদস্যরা মঙ্গলবার মোহালি বিমানবন্দর সংযোগকারী জাতীয় সড়ক ২০৫-এ’র জন্য ভারতমালা প্রকল্পের অধীনে অধিগৃহীত জমিগুলির জন্য কৃষকদের কম দাম দেওয়ার বিরুদ্ধে জেলা প্রশাসক কার্যালয়ের বাইরে বিক্ষোভ করেন।

চাষিরা অধিগৃহীত জমির হার বৃদ্ধির দাবিতে তহসিলদারের কাছে জেলা প্রশাসকের মাধ্যমে পাঞ্জাব সরকারের কাছে পাঠানোর জন্য একটি স্মারকলিপিও পেশ করেন । সরকার জোরপূর্বক জমি অধিগ্রহণ করলে আন্দোলন আরও কঠোর করার হুমকি দেন আন্দোলনকারীরা। অধিগৃহীত জমির ন্যায্য ক্ষতপূরণের দাবিতে গত ২০ মাস ধরে বিক্ষোভকারীরা ধর্নায় বসে আছেন।


সূত্র – দ্য ট্রিবিউন ইন্ডিয়া

বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে: ,
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *