আমাদের কথা

সারা ভারতের কৃষক, খেতমজুর, মৎস্যজীবী, পশুপালক, মধুসংগ্রহকারী, বনবাসী বা যে কোন প্রাকৃতিক উৎপাদনের সঙ্গে যুক্ত মানুষের আন্দোলনের রোজনামচা জয় কিষাণ। তাঁদের রুটিরুজির লড়াই, জল-জমি-জঙ্গলের ওপর অধিকার সুপ্রতিষ্ঠিত করার লড়াই, কৃষি উৎপাদনের ন্যূনতম মূল্য (এমএসপি) আদায়ের লড়াই, ঋণ থেকে মুক্ত হবার লড়াই কিংবা সর্বগ্রাসী কর্পোরেট লোভ থেকে দেশের খাদ্য উৎপাদন ও বণ্টন ব্যবস্থাকে রক্ষা করার নানাপ্রকার দৈনন্দিন লড়াই – এই সব সংগ্রামের হাল-হকিকত বাংলা ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে বদ্ধপরিকর জয় কিষাণ। গোটা দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত কৃষিজীবী মানুষের লড়াইয়ের খবরকে এক জায়গায় এনে সকল কৃষিদ্রোহের সংবাদে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে জয় কিষাণ। পাশাপাশি এই গুরুতর বিষয়গুলি নিয়ে পর্যবেক্ষণ, পর্যালোচনা এবং মতামতও প্রকাশ করে জয় কিষাণ।

সর্বভারতীয় কৃষক ও কৃষি-মজদুরদের নিজস্ব সংগঠন জয় কিষাণ আন্দোলন-এর উদ্যোগে প্রকাশিত হচ্ছে জয় কিষাণ।

 

সম্পাদক – প্রবীর মিশ্র
প্রকাশক – জয় কিষাণ আন্দোলন, পশ্চিমবঙ্গ