পাঞ্জাব সরকার ইনসেন্টিভের নামে ধান চাষিদের সঙ্গে প্রতারণা করেছে, অভিযোগ বিরোধী দলনেতার

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

পাঞ্জাবের বিরোধী দলের নেতা পারতাপ সিং বাজওয়া রবিবার কৃষকদের সঙ্গে আম আদমি পার্টির প্রতারণার অভিযোগ আনেন। পাঞ্জাবের ধান চাষিদের ফসলের বর্জ্য পোড়ানো বন্ধ করার জন্য পাঞ্জাব সরকার কর্তৃক ২৫০০ টাকা নগদ ইন্সেন্টিভকে এককথায় তিনি ‘কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা’ বলে বলেছেন।

একটি বিবৃতিতে বাজওয়া বলেছেন যে আম আদমি পার্টি প্রতিশ্রুতি রাখতে ব্যর্থ। যার কারণে, ধান চাষিরা অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলতে বাধ্য হয়। যা পাঞ্জাবের প্রধান শহরগুলিতে বায়ুর গুণমান সূচককে খারাপ করেছে। তিনি আরো বলেন, “রাজ্যে খড় পোড়ানোর ১২০০০ ঘটনা অতিক্রম করেছে এবং গত সপ্তাহে ৮০০০-এর উপরে এই ঘটনা ঘটেছে। লুধিয়ানা, অমৃতসর, জলন্ধর পাতিয়ালা, ভাতিন্দা এবং চণ্ডীগড়-সহ কয়েকটি বড় শহরে বাতাসের গুণমান সূচক মাঝারি থেকে আরো খারাপ হয়েছে।”

পাঞ্জাবের বিরোধী দলনেতা বাজওয়া, কেজরিওয়ালকে তার পাঞ্জাব নির্বাচনী ইশতেহারের কথা মনে করিয়ে দিয়ে বলেন যে  যেখানে তিনি ধানের খড় পোড়ানো এড়াতে কৃষকদের নগদ ইন্সেন্টিভ দেওয়ার ঘোষণা করেছিলেন। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শস্যের অবশিষ্টাংশ না পোড়ানোর জন্য পূর্ব প্রতিশ্রুতি থেকে হাত ধুয়ে ফেলে কৃষকদের ২৫০০ টাকা নগদ ইন্সেন্টিভ দিচ্ছেন। সেইসঙ্গে পাঞ্জাবের পরিবেশের স্বার্থে আপ সরকারের বিজ্ঞাপন বাজেটের সাথে আপোস করা উচিত ছিল।

সূত্র- হিন্দুস্তান টাইমস

 বিশদে পড়তে এখানে ক্লিক করুন

ট্যাগ করা হয়েছে:
এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *