নিজস্ব প্রতিবেদন: মহাত্মা গান্ধি ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট জেনারেশন স্কিমের সমস্ত কাজ অ্যাপভিত্তিক করার সিদ্ধান্ত নিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করল ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেস বুধবার জানায় এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা উচিত। এই ব্যবস্থা চালু করার ফলে প্রযুক্তিগত ত্রুটির কারণে যে সমস্ত কৃষক তাঁদের মজুরি পায়নি, তাঁদের অবিলম্বে ক্ষতিপূরণ দেওয়ার দাবিও তোলেন কংগ্রেস নেতৃত্ব।
কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ একটি বিবৃতিতে বলেন যে এটি গরিব মানুষের প্রতি মোদি সরকারের ডিজিট্যাল বনধ। এর ফলে এমজিএনআরইজিএস প্রকল্প খাতে সরকারের খরচ কমবে। এই খরচ কমানোর লক্ষ্যেই দেশের কেন্দ্রীয় সরকার কোটি কোটি গরিব মানুষের প্রাপ্য টাকা না দিয়ে ঠকাতে চেষ্টা করছে। তিনি আরও বলেন, “এই ব্যবস্থার ফলে দুর্নীতির নতুন রাস্তা খুলতে চলেছে মোদি সরকার। কর্মীরা তাঁদের প্রাপ্য মজুরি পেতে অনেক সমস্যায় পড়বেন। বিশেষত মহিলা এবং প্রান্তিক মানুষ, যাঁদের স্মার্ট ফোন নেই তাঁরা তীব্র সমস্যায় পড়বেন”। তাই এমজিএনআরইজিএস প্রকল্পে আগের পদ্ধতিকেই সমর্থন করেন কংগ্রেস মুখপাত্র।
এমজিএনআরইজিএস প্রকল্পে অ্যাপের ব্যবহার দরিদ্র কৃষকদের জন্য ভুল পদক্ষেপ: কংগ্রেস

মতামত দিন