ই-কেওয়াইসি পরিষেবার ত্রুটির কারণে প্রায় ৬.৬৫ লক্ষ কৃষক প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে বঞ্চিত হলেন। কৃষকদের এই দুর্দশার কারণ হিসাবে মূলত কৃষি বিভাগের দায়িত্বজ্ঞানহীনতাকেই দায়ী করছে রাজনৈতিক মহল।
স্থানীয় সূত্রে জানা গেছে, ই-কেওয়াইসি নিয়মগুলি আপডেট করার প্রক্রিয়াটিতে কৃষকরা শুধু তাঁদের আধার এবং মোবাইল ফোন নম্বর প্রদান করলেই এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পে কৃষকদের প্রতি চার মাসে তিনটি সমান কিস্তিতে প্রতি বছর ৬,০০০ টাকা প্রদান করা হয়। ২০১৯ সাল থেকে এই সুবিধা চালু করা হলেও শুধুমাত্র ৩২.৭২ লক্ষ কৃষক এই সুবিধা পেয়েছিলেন। সম্প্রতি ৩৯,৩৮,৪৩২ জন কৃষক এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন। তার মধ্যে ই-কেওয়াইসি আপডেট না করার কারণে প্রায় ৬.৬৫ লক্ষ কৃষক ১৩৩ কোটি টাকা হারিয়েছেন। সরকারি সূত্র থেকে জানানো হয়েছে ৬০ শতাংশেরও কম কৃষক তাঁদের ই-কেওয়াইসি আপডেট করেছেন। সম্প্রতি ১০ দিনেরও কম সময় বাকি থাকায় লক্ষ লক্ষ কৃষক আবার এই সুবিধা হারাবেন বলে আশঙ্কা করা হচ্ছে।
সূত্র- ডেকান ক্রনিকাল
ই-কেওয়াইসিতে ত্রুটির কারণে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্প থেকে বঞ্চিত প্রায় ৬.৬৫ লক্ষ কৃষক

মতামত দিন