বুধবার কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতৃত্বে প্রায় ৪০০ কৃষক স্থানীয় রেলওয়ে স্টেশন অমৃতসর-পাঠানকোট রেলপথ অবরোধ করেন। অবরোধকারী কৃষকদের দাবি গম এবং ধানের এমএসপি’র আইনি গ্যারান্টি, কৃষক আন্দোলনের সময় তাঁদের সহকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আখের বকেয়া মূল্য পরিশোধ করতে হবে।
এছাড়াও প্রস্তাবিত দিল্লি-কাটরা এক্সপ্রেসওয়ের জন্য ভারতের ন্যাশনাল হাইওয়ে অথরিটি’র (NHAI) অধিগৃহীত জমির জন্য কৃষকদের ন্যায্য ক্ষতিপূরণের দাবিও উত্থাপিত হয় এদিনের আন্দোলনে। কৃষকরা দাবি করে আসছিলেন তাঁদের অধিগৃহীত জমির জন্য অত্যন্ত কম ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে।
এদিনের রেল অবরোধ কর্মসূচীতে কিষাণ মজদুর সংঘর্ষ কমিটির নেতা সারওয়ান সিং পান্ধের উপস্থিত থেকে নেতৃত্ব দেন।
সূত্র- দ্য ট্রিবিউন
পাঞ্জাবে কৃষকদের রেল অবরোধ কর্মসূচি

মতামত দিন