দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে একটি ইন্টারচেঞ্জ নির্মাণের দাবি মঙ্গলবার মেনে নিতে বাধ্য হল হরিয়ানা সরকার। যার ফলে এদিন মন্ডকোলার কাছে বিক্ষোভকারী গ্রামবাসীরা আজ ৩৭ দিনের দীর্ঘ আন্দোলন প্রত্যাহার করে নেন। ধর্না সমিতির মুখপাত্র মহেন্দর পাল চৌহান বলেছেন, “স্থানীয় সাংসদ এবং কেন্দ্রীয় ভারী শিল্প ও শক্তি প্রতিমন্ত্রী কৃষাণপাল গুর্জার আমাদের এখানে একটি ইন্টারচেঞ্জ নির্মাণের আশ্বাস দিয়েছেন।”
এই ইন্টারচেঞ্জটি নির্মানের ফলে প্রায় ৮০টি গ্রামের বাসিন্দারা উপকৃত হবেন বলেও তিনি দাবি করেন।এই আন্দোলন চলাকালীন একজন কৃষক প্রাণ হারিয়েছেন বলে কৃষকরা জানান।
সূত্র- দ্য ট্রিবিউন
কৃষকদের দাবি মেনে নিতে বাধ্য হল হরিয়ানা সরকার

মতামত দিন