ইউনিয়ন সরকারের তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের বর্ষপূর্তিতে সম্প্রতি ‘ফতেহ দিবস’ পালন করলেন সমগ্র দেশের কৃষক সম্প্রদায়। কেন্দ্র কৃষি আইন প্রত্যাহারের আশ্বাস দিলেও এখনও পর্যন্ত তাদের তরফ থেকে কোনো উদ্যোগ চোখে পড়েনি। এই তিনটি কালা কৃষি আইন প্রত্যাহারের আইনি স্বীকৃতির দাবি ছাড়াও অন্যান্য ৭ দফা দাবিতে কৃষক সংগঠনগুলি ২৬ নভেম্বর গোটা দেশ জুড়ে রাজভবন অভিযানের ডাক দিয়েছে।
সেই উপলক্ষে সংযুক্ত কিষাণ মোর্চা ‘দিল্লি কিষাণ মোর্চা’র দ্বিতীয় বর্ষপূর্তিতে পাঞ্জাবের মোহালি থেকে রাজভবন পর্যন্ত এক বিশাল পদযাত্রার আয়োজন করেছে। শনিবার পাঞ্জাবের লুধিয়ানায় ভারতীয় কিষাণ মোর্চার অফিসে একটি বৈঠক শেষে এ কথা জানান কৃষক নেতা দর্শন পাল, যোগিন্দর সিং উগ্রাহান সহ সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা।
প্রথমে বিকেইউ (উগ্রাহান) ‘রাজভবন অভিযানে’ অংশগ্রহণ করবে কীনা সে ব্যপারে ধোঁয়াশা থাকলেও এদিনের বৈঠকের পরে জানা গেছে বিকেইউ (উগ্রাহান) সহ ৩৩টি কৃষক সংগঠনের সদস্যরা মোহালির গুরুদ্বার শ্রী আম্ব সাহেবে জড়ো হবে এবং ২৬ নভেম্বর সেখানে একটি সমাবেশ করবে এবং মোহালি থেকে একটি পদযাত্রা করবে। পাঞ্জাব রাজভবনে রাজ্যপালের কাছে একটি স্মারকলিপিও পেশ করা হবে।
সূত্র- দ্য ট্রিবুইউন
২৬ নভেম্বর পাঞ্জাবে ৩৩টি কৃষক সংগঠনের যৌথভাবে ‘রাজভবন চলো’ অভিযান

মতামত দিন