নিজস্ব সংবাদদাতা: মাঠ থেকে আলু তোলা শুরু হতেই কৃষকদের আত্মহত্যার ঘটনা ঘটছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলার দুই আলু চাষি।
জমির আলু জমিতেই পড়ে আছে। দাম নেই, তাই দেনার জ্বালায় আলু চাষিরা আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। এই মরশুমে আলুর দাম পাচ্ছেন না কৃষকরা। ফলে চাষের খরচই উঠছে না। তাই ঋণে জর্জরিত হচ্ছেন একাধিক আলু চাষি।
গত বছর অকাল বৃষ্টির কারণে দু’-দু’বার আলু লাগাতে প্রচুর টাকা খরচ হয়েছে চাষিদের। তাই গত বছরের ঋণও পরিশোধ করা সম্ভব হয়নি অনেকের।
ঋণের দায়ে আত্মঘাতী দুই কৃষক

মতামত দিন