গ্রাহকদের টাকা ফেরানোকে অজুহাত করে কৃষি সমবায়ের ঘর, জমি বিক্রি

জয় কিষাণ ডেস্ক
লিখেছেন জয় কিষাণ ডেস্ক পড়ার সময় 1

নিজস্ব সংবাদদাতা: গ্রাহকদের আত্মসাত করা টাকা ফেরতের অজুহাতে ফেরাতে সমবায় সমিতির অফিসই বিক্রি করে দিল তৃণমূল পরিচালিত বোর্ড। এমনই চাঞ্চল্যকর ঘটনা পূর্ব মেদনীপুর জেলাতে। এই জেলার কাঁথি তিন ব্লকের বেতালিয়া দূরমুঠ কৃষি উন্নয়ন সমবায় সমিতির দোতলা অফিসের অর্ধেক অংশ সহ সামনে ফাঁকা জমি মোট ৪ ডেসিমেল জায়গা বিক্রি করা হয়েছে তৃণমূলের দূরমুঠ অঞ্চল সভাপতি শ্যামল দাসকে। যিনি আবার ওই সমবায়ের পরিচালন কমিটির সদস্য। আর বিক্রি করেছেন সমবায় সমিতির সম্পাদক দূরমুঠ গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য স্বপন কুমার মাইতি। এই সমিতির গ্রাহক সংখ্যা ১ হাজারের কাছাকাছি।

একজন গ্রাহক জানান ‘গতবছর সেপ্টেম্বর মাস নাগাদ গ্রাহকরা টাকা তুলতে গেলে তাদের জানানো হয় সমিতির ফান্ড তলানিতে। তাই এখনই টাকা ফেরত দেওয়া সম্ভব হচ্ছে না। এই ঘটনা যখন জানাজানি হতেই সমস্ত গ্রাহক সমবায় সমিতিতে গিয়ে জানতে চান কেন তাদের জমানো টাকা ব্যাঙ্কে নেই। তৎকালীন তৃণমূল পরিচালিত বোর্ড তার কোনও সদুত্তর দিতে পারেনি। দীর্ঘদিন এভাবে টালবাহানা চলতে থাকে।’ গ্রাহকরা তাদের টাকা না পেয়ে দফায় দফায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোনও সুরাহা না মেলায় সমবায় সমিতির গেটে তালা মেরে করে দেয় জোটবদ্ধ গ্রাহকরা।

এই নিবন্ধটি শেয়ার করুন
মতামত দিন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *